রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

আফগানিস্তানের কান্দাহার সিটিতে তালেবানের গাড়ি বোমা হামলায় পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আরো ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার কান্দাহার সিটির পুলিশ সদর দফতরের বাইরের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ ও মেডিকেল কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় সিটি পুলিশের প্রধান তাদিন খান জানান, বিস্ফোরণের পরপরই তালেবান জঙ্গিরা আশপাশ এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এমনকি সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও তারা গুলি করে। 

 

সংশ্লিষ্টদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এলাকাটিতে পরপর তিনবার বিস্ফোরণে প্রচণ্ড শব্দ হয়। আর এর পরপরই জঙ্গিরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন।

এদিকে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বাহির আহমদী জানান, এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সাধারণ লোক ছাড়াও পুলিশ সদস্য রয়েছেন।