ক্রিকইনফোর একাদশেও সাকিব, নেই কোহলি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বকাপ শেষ হলেও এর রেশ কাটেনি। বিশ্বের কিংবদন্তি ক্রিকেটাররা ও জনপ্রিয় মিডিয়াগুলো বেঁছে নিচ্ছে তাদের সেরা একাদশ। প্রত্যেকের একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পাচ্ছেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইড ক্রিকইনফো তাদের সেরা একাদশ সাজিয়েছে। দুই ফাইনালিস্ট থেকে তিনজন করে রেখে এই একাদশ সাজালেও রেখেছেন অলরাউন্ডার সাকিবকে। তবে এই একাদশেও রাখা হয়নি ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে।
একাদশে জায়গা পাননি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের কোনো ক্রিকেটার।
সাকিবের মত অলরাউন্ডার হিসেবে রয়েছেন বেন স্টোকস, পাঁচ নম্বরে। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অ্যালেক্স ক্যারি আছেন তার পরপরই। অলরাউন্ডার হিসেবে এরপর আছেন জেমি নিশাম। মিচেল স্টার্ক, জফরা আর্চার, লকি ফার্গুসন ও জাসপ্রিত বুমরাহ ক্রমানুযায়ী রয়েছেন বোলার হিসেবে।
একনজরে ইএসপিএনক্রিকইনফোর বিশ্বকাপ একাদশ : রোহিত শর্মা, জেসন রয়, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি, জিমি নিশাম, মিচেল স্টার্ক, জফরা আর্চার, লকি ফার্গুসন ও জাসপ্রিত বুমরাহ।