ক্যাটরিনাকে চুমু খেয়েছেন বলেই ‘সৌভাগ্যবান’ শাহরুখ!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
‘যাব তাক হ্যায় জান’-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ক্যাটরিনা কাইফ। এ ছবির পর আবার ‘জিরো’তে ফের বলিউড বাদশার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফকে। যেখানে শাহরুখ এবং ক্যাটরিনার সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মাও। প্রথমে টিজার, পরে ট্রেলার মুক্তি পাওয়ার পর এবার সামনে এসেছে ‘জিরো’-র আরও একটি গান ‘হুসন পরচম’। যেখানে ফের ঝলসে ওঠেন ক্যাটরিনা কাইফ।
‘হুসন পরচম’-এর মুক্তির দিন সাংবাদিকদের মুখোমুখি হন ক্যাটরিনা। যেখানে শাহরুখের সঙ্গে অনস্ক্রিন চুম্বন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। বলা হয়, ‘জিরো’-তে শাহরুখ খান-কে অনস্ক্রিন চুমু খেয়ে কি নিজেকে তার ‘সৌভাগ্যবান’ বলে মনে হচ্ছে? যার উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন ক্যাট। সেই সঙ্গে জানান, শাহরুখ খানের সঙ্গে তার যে অনস্ক্রিন চুম্বনের দৃশ্য রয়েছে, তাতে তিনি কেন নিজেকে সৌভাগ্যবান মনে করবেন? উল্টে তাকে চুমু খাওয়ার জন্য শাহরুখ নিজেকে ‘সৌভাগ্যবান’ বলে মনে করছেন। এমনও দাবি করেন ক্যাটরিনা।
যদিও সমস্ত বিষয়টি বেশ মজার ছলেই সামলে নেন বলিউডের ‘বার্বি ডল’। প্রসঙ্গত, এর আগে ‘যব তক হ্যায় জান’-এ শাহরুখ খানের সঙ্গে প্রথম চুম্বন দৃশ্যে অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। ‘জিরো’-র শুটিং শেষ করে ইতিমধ্যেই সালমন খানের সঙ্গে ‘ভারত’-এর শুটিং শুরু করেছেন ক্যাটরিনা কাইফ।
