রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

নারীসহ ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

জমি নিয়ে বিরোধের জের ধরে ভারতে ৯ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ভারতের উত্তর প্রদেশের উভা নামক গ্রামে বুধবার এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই এলাকায় দুই বছর আগে ৩৬ একর জমি কিনেছিলেন গ্রামপ্রধান। কিন্তু দখল পাচ্ছিলেন না। বুধবার সকালে তিনি লোকজন নিয়ে জমি দখলে গেলে স্থানীয়রা বাধা দেন। এতে গ্রামপ্রধানের লোকজন তাদের ওপর গুলি চালায়। এতে চার নারীসহ ঘটনাস্থলে ৯ জন নিহত হয়।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, গ্রামপ্রধান দুই বছর আগে ৯০ বিঘা জমি কেনেন সেখানে। আজ সকালে জমির দখল নেয়ার চেষ্টা করেন। বাধার মুখে পড়লে গ্রামপ্রধানের সশস্ত্র সঙ্গীরা গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালান। হত্যায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।