মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

উচ্চ শিক্ষায় সহায়তা দেবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান বলেছেন, শ্রমজীবী মানুষের সন্তানদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে সহায়তা দেবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।

বৃহষ্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাকিলা আক্তারকে শিক্ষা সহায়তার চেক হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

এর আগে আফরোজা খান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় শুদ্ধাচার-কৌশল বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন।

 

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ণসিন্দুনা গ্রামের মেধাবী শিক্ষার্থী শাকিলা অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না- এমন সংবাদে ওই শিক্ষার্থীকে মন্ত্রণালয়ে ডেকে এনে শিক্ষা সহায়তার চেক প্রদান করা হয়।

এ সময় আফরোজা খান বলেন, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদফতরের কর্মকর্তাদের তৃণমূল পর্যায়ে শ্রমজীবী মানুষের সন্তানদের শ্রমিক কল্যাণ তহবিল শিক্ষা সহায়তার বিষয়টি অবহিত করবেন এবং সহায়তা পেতে তাদের সহযোগিতা করবেন।

শ্রমজীবী মেহনতি মানুষের সন্তানরা যাতে অর্থাভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং শ্রম অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিষয়টি গুরুত্ব দেয়ার নির্দেশ দেন শ্রম সচিব।

এ সময় কর্মকর্তাদের নৈতিকতা, সততা এবং সদাচারণের বিষয়টি মাথায় রেখে কাজ করার আহ্বান জানান আফরোজা খান।

 

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক সচিব সৈয়দ আহম্মদ, মো. আশরাফ শামীম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এ এম এম আনিসুল আওয়ালসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।