রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

তুমি আমাকে ডিনারে নিয়ে যেতে পারো; বললেন প্রিয়াঙ্কা গান্ধী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

তার চোখ স্বল্প অবনত। হাঁটু মুড়ে বসে নীচের দিকে লাজুক ভঙ্গিমায় তাকিয়ে। পরনে লালচে কাঞ্জিভরম। মাথা ভর্তি ঘন চুল, আধো ঘোমটা দেয়া।

প্রিয়াঙ্কা গান্ধীর এই পুরনো ছবিটি এ দিন ‘হ্যাশট্যাগ শাড়ি টুইট’-এ দেয়ার পরই তা নিয়ে হৈচৈ। এর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার বিয়ের দিন সকালের পুজো (বাইশ বছর আগে)।’

এদিকে ছবিটি দেখামাত্রই অনেকেই দুইয়ে-দুইয়ে চার করতে শুরু করেন। যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা হুমড়ি খেয়ে পড়েন। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে রিটুইট চলতে থাকে।

 

শুভেচ্ছা বন্যায় কার্যত কোণঠাসা প্রিয়াঙ্কা তখন আসল কথা বলতে বাধ্য হন। তিনি বলেন, ‘বিবাহবার্ষিকীর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। কিন্তু ছবিটা এমনিই পোস্ট করেছি হ্যাশট্যাগ শাড়ি টুইটের জন্য। আমার বিবাহবার্ষিকী ফেব্রুয়ারি মাসে।’

তবে শাড়ি-নাট্যের এখানেই শেষ নয়! মজা করে প্রিয়াঙ্কা এরপর রবার্টকে ট্যাগ করে টুইট করেন, ‘তুমি আমাকে ডিনারে নিয়ে যেতে পারো!’

রবার্ট জবাব দেন, ‘ওয়াও! দারুণ ছবি। আমার কাছে প্রতিটা দিনই অবশ্য তুমি একই রকম। ভালবাসা, ভাল থাকা আর পাশে থাকা, এগুলোই তো আমাদের অস্তিত্বের ভিত। একরাশ ভালবাসা রইল।’