সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

ভোটে নাশকতা মোকাবিলায় ফায়ার সার্ভিসের পাঁচ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় মাঠে থাকবে পাঁচ হাজার ফায়ার সার্ভিস কর্মী।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও ডিফেন্স কর্তৃপক্ষের গঠন করা মনিটরিং সেলের সহকারী পরিচালক (ঢাকা) মামুন মাহমুদ স্বাক্ষরিতে এক নির্দেশনামূলক চিঠিতে এ বিষয় উল্লেখ করা হয়েছে।

চিঠিতে ঢাকা ও গাজীপুরের আওতাধীন এলাকাগুলোতে (গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী) সুষ্ঠু ও নিরাপদ ভোট গ্রহণের লক্ষ্যে জরুরি মুহূর্তে বিভিন্ন পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।

 

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকাসহ সারাদেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যুক্ত হচ্ছে ফায়ার সার্ভিস। সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সঙ্গে এবার প্রথমবারের মতো যোগ হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। ঢাকার ৬টি জোন, নায়রাণগঞ্জের ২টি জোন, গাজীপুরের ৩টি জোন এবং মানিকগঞ্জ, নরসিংদী, ও মুন্সিগঞ্জে ১টি করে জোনে প্রায় ৩০০ জন কর্মীসহ সারাদেশে প্রায় ৫০০০ ফায়ার সার্ভিস কর্মী নিযুক্ত থাকবেন।

নির্বাচনী যেকোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, রাসায়নিক বা বোমা বিস্ফোরণের মতো ঘটনাগুলোতে ক্ষয়ক্ষতি রোধে এ বাহিনীটির সদস্যরা কাজ করবেন। নির্বাচনকে ঘিরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে নিয়োজিত এ বাহিনীটির পক্ষ থেকে এ ধরনের তৎপরতা এবারই প্রথম।