শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বিপিএলে আরামবাগ-মুক্তিযোদ্ধা ম্যাচ ড্র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

অগোছলো ফুটবল খেলে দুই দলই প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। ফলে গোল শূন্য থেকেই মাঝ বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধ শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণে।

 

৬৭ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন আরামবাগের বিদেশি ফুটবলার বিয়াগা পাল ইমিলি। ৮৫ মিনিটে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান আরেক বিদেশি ইউনোসা ক্যামারা। বাকি সময়ে আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইদল।

এ ম্যাচ শেষে ২২ ম্যাচে আট জয়, চার ড্র নিয়ে আরামবাগের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধার পয়েন্ট পাঁচ জয়, আট ড্রয়ে ২৩।