শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

ভালো হলো না রোমান সানার অলিম্পিক প্রস্তুতি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

বাংলাদেশের সেরা আরচ্যার রোমান সানা। সদ্য শেষ হওয়া ওয়ার্ল্ড আরচ্যারীতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ অর্জন করেছেন। তবে ২০২০ অলিম্পিকের প্রস্তুতি ভালো হলো না রোমান সানার। রিকার্ভ এককে ছেলেদের ইভেন্টে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে দেশ সেরা এ আরচ্যার।

মঙ্গলবার অলিম্পিক টেস্ট ইভেন্টে প্রথম রাউন্ডে ৭-৩ পয়েন্টে কাজাখস্থানের সুলতান দুজেলবায়েভের কাছে হারে রোমান সানা।

শুরু থেকেই পিছিয়ে ছিলেন রোমান। প্রথম সেট ২৬-২৩ স্কোরে হেরে যান তিনি। দ্বিতীয় সেটে ২৬-২৬ এ ড্র করে ফেরার ইঙ্গিত দিলেও সফল হতে পারেননি। তৃতীয় সেট হেরেছেন ২৯-২৮ স্কোরে। চতুর্থ সেট ২৮-২৭ পয়েন্টে জিতলেও শেষ সেট হেরেছেন ২৭-২৬ স্কোরে।

 

বাছাই পর্বে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৬২ স্কোর করে রোমান হয়েছিলেন দশম।