শ্রীলংকা সিরিজে টাইগার স্কোয়াডে বিজয়-তাইজুল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

সদ্য শেষ হলো বিশ্বকাপের বার তম আসর। বিশ্বকাপে খুব ভালো কোন স্মৃতি নিয়ে ফিরতে পারেনি টাইগাররা। ফিরেই এবার লংকা মিশনে নামছে টাইগারররা। প্রথম সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলংকায় যাবে বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলংকা মিশনে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন তাইজুল ইসলাম ও আনামুল হক বিজয়। দলে নেই সাকিব, লিটন ও রাহী।
পারফরমেন্সে দলে সুযোগ পায়নি আবু জায়েদ রাহী। এছাড়া ছুটিতে থাকায় স্কোয়াডে অন্তর্ভূক্ত হননি সাকিব ও লিটন ।
২০ জুলাই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। ২৬, ২৮ ও ৩১ জুলাই ওয়ানডে ম্যাচ ৩টি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও আনামুল হক বিজয়।