শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

শিরোপার ঘ্রাণ পাচ্ছে বসুন্ধরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

ঘরোয়া লীগের এবারের মৌসুমে যেনো বসুন্ধরার মাঠে নামা আর জয় একটা মিথ-এ পরিণত হচ্ছে। দলটি মাঠে নামা মানেই যেন জয়! ব্যতিক্রম কিছু ঘটাতে পারেনি ব্রাদার্স ইউনিয়নও। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্সকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা। পাঁচ গোলের ভেতর একাই ৩ গোল দিয়েছেন মতিন মিয়া। তার হ্যাটট্রিকের সঙ্গে একটি করে গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিম ও আলমগীর কবির। 

এই জয়ের ফলে লিগ শিরোপার আরো কাছে চলে এসেছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে এটি টানা ১৪তম জয় বসুন্ধরার। ২০ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে তারা। বড় অঘটন না ঘটলে বসুন্ধরার হাতেই যাচ্ছে লিগ শিরোপা এটা অনেকটাই নিশ্চিত। 

এদিকে মোহামেডান চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারানোয় বসুন্ধরার উপকৃত হয়েছে সবচেয়ে বেশি। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর পয়েন্ট ৫১। ম্যাচও খেলেছে বসুন্ধরার চেয়ে একটি বেশি। ফলে ২০ জুলাই সিলেটে শেখ রাসেলকে হারালে বসুন্ধরা নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হয়ে যাবে।আবার হারলে বা ড্র করলেও শিরোপার পথে ভালোভাবেই থাকবে তারা।