যেসব যোগ্যতা থাকলে আপনিও হতে পারেন ভারতের কোচ?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

বিশ্বকাপ শেষে নতুন করে শুরু করছে অনেক দল। ভাঙ্গা গড়ার স্বাভাবিক নিয়মেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে বিভিন্ন ক্রিকেট বোর্ডে। ভারতও এর ব্যতিক্রম নয়। পরিবর্তন আসতে চলেছে তাদের বিভিন্ন ক্ষেত্রেও। এরই মাঝে কোচ ও সাপোর্ট স্টাফের জন্য বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই।
ভারতের বর্তমান প্রধান কোচ হিসেবে কাজ করছেন রবি শাস্ত্রী। তার সঙ্গে বোলিং কোচ হিসেবে ভরত অরুণ, ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গার এবং ফিল্ডিং কোচ হিসেবে শ্রীধর কাজ করছেন। বিশ্বকাপ পর্যন্ত তাদের চুক্তি থাকলেও সেই চুক্তি আপাতত ৪৫ দিন মেয়াদে বৃদ্ধি করেছে বোর্ড। পুনঃনিয়োগের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন তারাই।
তবে ট্রেইনার ও ফিজিওর ক্ষেত্রে সম্পূর্ণ নতুন মুখ আসবে ভারতে এটা নিশ্চিত। কারণ ইতোমধ্যে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ট্রেইনার শংকর বসু ও ফিজিও প্যাট্রিক ফারহার্ট।
তবে চাইলেই যে কেউ কোচের পদে আবেদন করতে পারবেন না। কমপক্ষে তিনটি যোগ্যতা থাকলেই এক্ষেত্রে ভেবে দেখবে ভারতীয় ক্রিকেট বোর্ড। শর্ত বা যোগ্যতা তিনটি হলো বয়স, খেলার অভিজ্ঞতা এবং কোচিং করানোর অভিজ্ঞতা।
কোচকে অবশ্যই ৬০ বছরের কম বয়সী হতে হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে কমপক্ষে ২ বছর বা ঘরোয়া ক্রিকেটে কমপক্ষে ৩ বছর খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
হেড কোচের সর্বনিম্ন যোগ্যতা কমপক্ষে ৩০টি টেস্ট বা ৫০টি ওডিয়াই খেলা। ব্যাটিং, বোলিং ও ফিলদীং কোচের ক্ষেত্রে এই সীমারেখা কমপক্ষে ১০টি টেস্ট বা ২৫টি ওয়ানডে।
কোচ ও কোচিং স্টাফ পছন্দ হলে ৫ সেপ্টেম্বর,২০১৯ থেকে ২৪ নভেম্বর, ২০২১ সাল পর্যন্ত চুক্তির সম্ভাবনা রয়েছে ভারতীয় বোর্ডের।
আবেদন করার শেষ সময় ৩০ জুলাই বিকেল ৫টা।