মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

‘কুমিল্লার আদালতে হত্যায় কারো অবহেলা থাকলে ব্যবস্থা’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫০ এএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লার আদালতে ঘটা হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। কারো অবহেলায় ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার সকালে বিজিবি সদর দফতরের দরবার হলে বার্ষিক মেডেল প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব আদালতে নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্ট কর্তিৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারকের খাস কামরায় হাসান নামে এক আসামির ছুরিকাঘাতে অন্য আসামির মৃত্যু হয়।