রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ২ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

গৃহবধূর ঘরে ঢুকে ধরা পড়ল সেই ভূত!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৮ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

প্রতিবেশী এক যুবক ভূতের ভান ধরে গৃহবধূকে হয়রানি করে আসছিল। কখনো ঘরে ঢিল আবার কখনো থালা-বাসনের আওয়াজ। শেষ পর্যন্ত গৃহবধূর ঘরে ঢুকে ধরা পড়ল সেই ভূত!

ভূত সেজে গৃহবধূর শ্লীলতাহানি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েছে প্রতিবেশি এক যুবক। প্রায় এক মাস ধরে রাতে ওই নারীকে হয়রানি করতো ওই যুবক। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।  

রোববার রাতে সেই ভূতের বেশে যুবক গৃহবধূর ঘরে ঢোকে। ওই নারীকে জড়িয়ে ধরে কাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এসময় গৃহবধূ ভূতের হাত থেকে বাঁচতে চিৎকার শুরু করে। সঙ্গে পরিবারের অন্য সদস্যরা চলে আসে। প্রতিবেশীরাও এসে হাজির হয় ওই ঘরে। ধরা পড়ে ভূতের বেশ ধরা যুবক।

 

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কাটোয়াপুর এলাকার থান্ডারপাড়ায়। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। 

ওই গৃহবধূ বলেন, প্রতিবেশী সুরজ শেখ মুখে পাউডার ও গায়ে কালি মেখে ভূত সেজে এসেছিল। তবে আমি হাল ছাড়িনি। জাপটে ধরি তাকে। তারপরই বেরিয়ে আসে তার আসল রূপ।