রোববার   ১৭ আগস্ট ২০২৫   ভাদ্র ২ ১৪৩২   ২২ সফর ১৪৪৭

ইতালিতে উগ্র-ডান চরমপন্থি আস্তানা থেকে মিসাইল-অস্ত্র উদ্ধার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০২ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

ইতালির উত্তরাঞ্চলে উগ্র-ডান চরমপন্থি গোষ্ঠীগুলোর কাছ থেকে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় বিবিসি।

এরা হলেন সাবেক ইতালীয় কাস্টমস কর্মকর্তা ও উগ্র ডানপন্থি ফরচা নুয়াভা পার্টির সক্রিয় কর্মী ফাবিও দেল বেরজিওলো, সুইজারল্যান্ডের নাগরিক আলেসান্দ্রো মন্তিএবং আরেক ইতালীয় ফাবিও বেরনার্দি।

অভিযানে নব্য-নাৎসি প্রচারণা উপকরণও জব্দ করা হয়েছে। যে ক্ষেপণাস্ত্রটি উদ্ধার করা হয়েছে তা কাতারের সেনাবাহিনী ব্যবহার করে বলে ইতালীয় পুলিশ জানিয়েছে।  

 

তুরিনের স্পেশাল পুলিশ ফোর্স দিগোস অভিযানের নেতৃত্ব দেয়। মিলান, বারিসে, ফোরলি ও নোবারা পুলিশ তাদের সহযোগিতা করে। ক্ষেপণাস্ত্রটি ফ্রান্সের তৈরি মাতরা সুপার ৫৩০ এফ বলে ধারণা করা হচ্ছে।