শীতের ফ্যাশনে মাফলার ও টুপি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বাইরে বের হলে ঠাণ্ডার প্রকোপ তখনই বোঝা যাচ্ছে যখন হু হু করে ঠাণ্ডা বাতাস কানে মুখে এসে লাগছে। আপনি সোয়েটার, জ্যাকেট আর চাদরে পুরো শরীর ঢেকে ফেলে শীত ঠেকালেও কানে আর নাকে-মুখে তো বাতাস ঢোকা বন্ধ করতে পারছেন না। এজন্য আপনার মাথা ঢাকতে টুপি আর মাফলারের তো বিকল্পই নেই। আর মাপলার টুপিতে ফ্যাশন কমে যাবে সেটা ভাবার কিছু নেই। প্রয়োজনের পাশাপাশি এখন শীতের অনুষঙ্গগুলো ফ্যাশন আর আধুনিকতার বাহন হয়ে দাঁড়িয়েছে।
শীতে তো আপনি সোয়েটার, জ্যাকেট আর জুতা মোজা পরবেনই। এর পাশাপাশি অন্যান্য অনুষঙ্গগুলোও আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। এর মধ্যে মাফলার আর টুপির কথা না বললেই নয়। শীতের ফ্যাশনে টুপির ভূমিকা ব্যাপক। টুপি আপনার পুরো স্টাইলকে পাল্টে দিতে পারে। তবে পুরোনো অনুষঙ্গ মাফলারও এখনেও বেশ মানানসই। এগুলো ছেলেমেয়ে উভয়েরই ফ্যাশন আর স্মার্টনেস গড়ে তোলে।
আমাদের দেশে মাফলারের ব্যবহার অনেক আগে থেকেই। অনেক আগে থেকে শীত আসা মানেই যেন মোটা উলের কাপড় দিয়ে মুখ আর গলা পেঁচিয়ে রেখে জবুথবু হয়ে যাওয়া। শুধু শীতের হাত থেকে বাঁচাই ছিল মূল লক্ষ্য। কিন্তু সময় তো পাল্টেছে। এই টুপি আর মাফলার এখন শীত স্টাইলের নতুন মাত্রা এনে দেয়। প্যাটার্ন, স্টাইল, কাপড় আর পরার ধরণে ব্যাপক পরিবর্তন এসেছে।
আপনি আপনার যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে এসব মাফলার পরতে পারেন। আর টুপিও পরতে পারেন মিলিয়ে মিশিয়ে। এখন বিভিন্ন রং-ঢঙের টুপি পাওয়া যায়। উলের এসব টুপি কান পর্যন্ত টেনে পরা যায়। তাই উষ্ণ আরামও পাবেন, সুন্দরও দেখা যাবে। কুয়াশার মধ্যে বাইরে বেরোতে গেলে টুপি বেশ মানানসই।
আধুনিক ফ্যাশনে সোয়েটার বা জ্যাকেট দুটোরই চল রয়েছে। এর সঙ্গে কম্বিনেশন করে টুপি ও মাফলার নিতে হবে। ছেলেরা পুরো মাথা ঢেকে টুপি বা মাফলার পরতে পারেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা কিছু অসুবিধার হয়। বিশেষ করে চুলের স্টাইল ঠিক রাখা মুশকিল হয়। তাই মেয়েরা চাইলে ওড়নার স্টাইলে মাফলার পরতে পারেন। পোশাকের সঙ্গে মানিয়ে নিজেই মাফলারের বিভিন্ন স্টাইল করে নিতে পারেন। ফ্যাশনের কথা ভাবার আগে ড্রেসকোডের বিষয়ে ভাবুন। অফিসিয়াল লুকে কোট-প্যান্ট থাকলে তার সঙ্গে মানিয়ে একই কালারের মাফলার বেছে নিন। ওড়নার মতো করে মাথায় পেঁচিয়েও নিতে পারেন। আবার শুধু থ্রিপিস পরলে শুধু মাফলারটি গলায় পেঁচিয়ে রাখুন।
আর টুপি পরলেও সেটা ভেবেচিন্তে। মেয়েদের ফ্যাশনেবল টুপি হিসেবে কান ঢাকা টুপি, বাবল হ্যাট, বিনি হ্যাট, বেরাট হ্যাটসহ বিভিন্ন ধরনের টুপি দেখা যায়। মেয়েরা রঙিন ও সাদামাটা টুপি ব্যবহার করতে পারেন। এখন মেয়েদের কান ঢাকা টুপির উপরে বল বসানো স্টাইলটা বেশ জনপ্রিয়। আর টুপি পরতে গেলে চুল নিয়ে একটু বেশি চিন্তা করতে হয়। সবচেয়ে ভালো হয় চুল ছেড়ে দিয়ে টুপি পরলে। চাইলে চুল অর্ধেক পাঞ্চ করেও ছেড়ে রাখতে পারেন, দুইপাশে দুই বেণিও করতে পারেন।
আর ছেলেদের ক্ষেত্রে মাফলারে ফ্যাশন করতে চাইলে সেটি গলায় পেঁচিয়ে তার ওপর শার্ট পরে নিতে পোশাকের সঙ্গে রঙের সামঞ্জস্য রাখুন। আর টুপির ক্ষেত্রে মানকি ক্যাপ বরাবরই বেশি চলে। আবার অনেকে ভাঁজ করা কান ঢাকা টুপিতে পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
আর ছোট শিশুরা টুপি পরলে দেখতে যেন আরও বেশি আদুরে দেখা যায়। তাদের টুপিতে বিভিন্ন পুতুল, কার্টুন ও প্রাণীর আদল থাকে। আর তন্তু হিসেবে উল ও মোটা সূতি এবং ভেতরে কম্বলের কাপড় দিলে বেশি ভালো হয়। শিশুদের টুপি কেনার সময়ে উজ্জ্বল রং খুঁজবেন। যেমন উজ্জ্বল লাল, গোলাপি, কমলা, মেরুন, গাড় নীল বেশি ভালো লাগবে।