বার্সায় অনুশীলনে গ্রিজম্যান-ডি ইয়ং
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

দুদিন আগে বার্সেলোনায় নাম লিখিয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের আতোঁয়া গ্রিজম্যান। আর গত মৌসুমের মাঝামাঝি সময়েই কাতালান ক্লাবের সঙ্গে চুক্তি পাকা করে রেখেছিলেন আয়াক্সের ফ্রাঙ্কি ডি ইয়ং।
সোমবার প্রথমবারের মতো ক্লাবের হয়ে অনুশীলনে নামলেন এ দুই তারকা।
গ্রীষ্মের ছুটি শেষে প্রথম অনুশীলনে নেমেছে বার্সেলোনার খেলোয়াড়রা। যদিও ক্লাবের সব খেলোয়াড় ছিলেন না। তবে গ্রিজম্যান ও ডি ইয়ংয়ের সঙ্গে নতুন যোগ হওয়া নেতো অনুশীলনে ছিলেন। অনুশীলনে যোগ দেয়ার আগে সবার মেডিকেল পরীক্ষা নেয়া হয়।
এদিকে এখনো ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা।
আগামী এক সপ্তাহ জুড়ে চলবে বার্সেলোনার নতুন মৌসুমের প্রথম অনুশীলন ক্যাম্প। এরপর এক সপ্তাহের সফরে জাপানে যাবে ক্লাবটি। সেখানে স্থানীয় ক্লাব ভিসাল কোবে ও ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। ২৩ জুলাই সাইতামা স্টেডিয়ামে চেলসির বিপক্ষে মাঠে নামবে কাতালানরা।