অবসর নেবেন ধোনি?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

খারাপ ফর্ম চললেও মহেন্দ্র সিং ধোনি এখনো ভারতীয় ক্রিকেটের একজন উল্লেখযোগ্য অংশ হিসেবেই নিজেকে রেখে দিয়েছেন। সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে ফর্মের চূড়ান্ত অবস্থায় থেকে অবসর নেয়ার। তাই এখনই তার অবসর নেয়ার সেরা সময় বলে মনে করছে ক্রিকেট মহল। এমনকি নির্বাচকরাও নাকি চাচ্ছেন এখনই অবসর নিক মাহি।
শোনা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই অবসর ঘোষণা করতে পারেন ধোনি। আর সেই নিয়ে আগামী ১৭–১৮ জুলাই ক্রিকেট নির্বাচক কমিটির প্রধান এম এস কে প্রসাদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। সেখানেই অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে খবর।
বোর্ডের বরাত দিয়ে একটি জাতীয় সংবাদমাধ্যম জানায়, বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এখন নবাগত ঋষভ পান্থের মতো খেলোয়াড়রা দলে রয়েছেন। তাদের এখন ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দেয়ার আছে। তাই অবসর না নিলে হয়ত ধোনিকে দল থেকে ছেঁটে ফেলা হতে পারে। কারণ, তিনি এখন আর আগের মতো নেই।’
অবশ্য অন্য পক্ষের মতে, ধোনির এখনো খেলা উচিত। অন্তত আগামী টি২০ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত দলকে ভালো কিছু দিতে পারবেন বলেই প্রত্যাশা তাদের।