শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

রাস্তাতেই দক্ষিণ আফ্রিকার তারকা ফুটবলার খুন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার মার্ক ব্যাচেলর আততায়ীর গুলিতে নিহত হলেন। সোমবার জোহানেসবার্গে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে একাধিক বার গুলি চালানো হয়।

জোহানেসবার্গ পুলিশের মুখপাত্র কর্নেল লুঙ্গেলো লামিনি জানিয়েছেন, দুই দুষ্কৃতিকারী মোটরসাইকেলে করেই তার গাড়ির পিছু নেয়। এরপর সুযোগ পেয়ে ব্যাচেলরকে গুলি করতে শুরু করে তারা। গাড়ির ভেতরেই মারা যান সাবেক এই ফুটবলার। গাড়ি থেকে কিছু চুরি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর পরই তদন্তে নেমেছেন দেশটির গোয়েন্দারা। বিস্তারিত তদন্তে হত্যার কারণ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ।

 

স্ট্রাইকার হিসেবে আক্রমণাত্মক মার্ক ব্যাচেলর দক্ষিণ আফ্রিকার দুই সবচেয়ে জনপ্রিয় দল কাইজার চিফস এবং অরল্যান্ডো পাইরেটসে দীর্ঘ দিন খেলেছেন। জাতীয় দলের সদস্য হিসেবেও দেশের হয়ে একাধিক ম্যাচে তিনি গোল পেয়েছেন। তারকা এই ফুটবলারের মৃত্যুতে শোকগ্রস্ত ক্রীড়াবিশ্ব।