শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

‘পুরস্কারের টাকায় ভাঙা ঘর ঠিক করবো’

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ভারতে সংগীত প্রতিযোগিতার সবচেয়ে বড় আসর ‘ইন্ডিয়ান আইডল’ সিজন-১০ এর পর্দা নেমছে। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের প্রতিযোগী সালমান আলী। গতকাল রবিবার (২৩ ডিসেম্বর) রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় বিচারকদের নম্বর এবং প্রায় আড়াই কোটি দর্শকদের ভোটে বিজয়ী হন সালমান। পুরস্কার হিসেবে প্রতিভাবান এই শিল্পী পেয়েছেন ২৫ লাখ রুপির চেক, ট্রফি ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি।

হরিয়ানা রাজ্যের মেওয়াত অঞ্চলের অত্যন্ত গরীব পরিবারের সন্তান সালমান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর সঙ্গে অনুভূতি জানাতে গিয়ে ২০ বছর বয়সী এই তরুণ প্রতিভা জানান, ‘ছোটবেলা থেকে বেশ অভাব-অনটনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার সুযোগ হয়েছে। গানই পরিবারের আয়ের একমাত্র উৎস। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় গান গেয়ে উপার্জন শুরু করি। মানুষের ভালোবাসায় আজ আমি এখানে। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।’

পুরস্কারের টাকায় কি করবেন? এমন প্রশ্নে সালমান জানান, ‘আমাদের ঘরের অবস্থা খুব একটা ভালো নয়। ঘরের চালা ভেঙে আছে। ভাঙা ঘরটা আগে ঠিক করবো। পাশপাশি কিছু ঋণও পরিশোধ করবো।’

সালমান ছাড়াও প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী অঙ্কুশ বারদাওয়াজ এবং তৃতীয় স্থানে থাকা নিলাঞ্জনা রায় পেয়েছেন পাঁচ লাখ রুপির চেক। প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী নেহা কক্কর, বিশাল দাদলানি ও জাবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে ফাইনাল মাতান শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো তারকারা।