বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৪ মুহররম ১৪৪৭

দিলবার দিলবারের পর ‘ও সাকি সাকি’ তে নোরা ফাতেহি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৮ এএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

দিলবার দিলবারের পর ফের আইটেম গানে নিজের দূতি ছড়ালেন নোরা ফাতেহি।২০০৪ সালে মুক্তি পাওয়া মুসাফির ছবির জনপ্রিয় 'ও সাকি সাকি' গানের নতুন ভার্সনে নেচেছেন তিনি। ১৫ আগস্ট মুক্তির অপেক্ষায় থাকা বাটলা হাউজ ছবিতে নতুনভাবে ব্যবহৃত হয়েছে এই গানটি। মূল গানটি দেভ কোহেলি লিখলেও নতুন ভার্সণটি গীতিকার তানিস্ক বাগচি।গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার, তুলসি কুমার এবং বি প্রাক।

এ প্রসঙ্গে নোরা বলেন, এ রকম একটি গানে কাজ করা আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। এই গানে আমাকে আগুন নিয়ে নাচতে শিখতে হয়েছে; তাও মাত্র তিন দিনের মধ্যে। এটা অবশ্যই খুব চ্যালেঞ্জিং ছিল। সবচেয়ে বড় কথা হলো, আমি ‘বাটলা হাউজ’ সিনেমায় অভিনয়ও করছি। আমার অভিনীত গানের মধ্য দিয়েই সিনেমাটির কাহিনী গুরুত্বপূর্ণ বাঁকে এগিয়ে যাবে।

তবে ‘বাটলা হাউজ’র ‘ও সাকি সাকি’ গানটি নিয়ে মোটেও সন্তুষ্ট নন মূল গানের অভিনেত্রী কোয়েনা মিত্র। শনিবার তিনি একটি টুইট বার্তায় বলেন, আমার অভিনীত ‘মুসাফির’ সিনেমার গান ‘সাকি সাকি’ রিমেক করা হয়েছে। সুনিধি, সুখিন্দর, বিশাল, শেখর সকলের সম্মিলিত প্রয়াসে ওই গানটি ছিল অসাধারণ। তখন গানটি ব্লকবাস্টারকেও ভেঙে দিয়েছিল। ‘বাটলা হাউজ’ সিনেমায় এটি আবার কেন? গানটির নতুন সংস্করণ আমার একদম পছন্দ হয়নি। এটি একটি জগাখিচুড়ি! তবে নোরা খুব চমৎকার কাজ করে। আশা করি সে আমাদের মুখ রক্ষা করবে।

 

২০০৮ সালে দিল্লিতে সংঘটিত একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘বাটলা হাউজ’ সিনেমাটি। জন আব্রাহাম এখানে তৎকালীন দিল্লি পুলিশের ডিসিপি সঞ্জীব কুমার যাদবের চরিত্রে অভিনয় করছেন।