শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

‘তখত’ মোঘল আমলের ‘কাভি খুশি কাভি গাম’

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বলিউড ব্লকবাস্টার ছবি ‘কাভি খুশি কাভি গাম’ এর কথা কম বেশী সব সিনেমাপ্রেমীদের জানা। তারকাবহুল এই ছবিতে পারিবারিক টানাপোড়েন, উচ্চবিত্ত-মধ্যবিত্তের দ্বন্দ্ব, আবেগ, প্রেম-সবই দর্শকদের হৃদয় ছুঁতে সক্ষম হয়েছিল। শুধু তা-ই নয়, এই ছবি নির্মাণ করে পরিচালক করণ জোহর তাঁর ক্যারিয়ারকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। ঠিক এমনই একটি ছবি নিয়ে আবারো দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। ছবির নাম ‘তখত’।

‘তখত’ সম্পর্কে আগেই কিছুটা ধারণা দিয়েছিলেন করণ। ঐতিহাসিক এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অনিল কাপুর, কারিনা কাপুর, রণবীর সিং, ভিকি কুশল, আলিয়া ভাট, জাহ্নবী কাপুরের মতো একঝাঁক তারকা। তবে এবার তিনি ছবির কিছু খুঁটিনাটি দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার অনুষ্ঠান ‘নো ফিল্টার উইথ নেহা’-তে এসে করণ তাঁর আসন্ন ছবি ‘তখত’ নিয়ে বিস্তারিত জানান।

বহু তারকার উপস্থিতি এবং কাহিনীর সামঞ্জস্য থাকায় ‘তখত’-কে অনেকটাই মোঘল আমলের ‘কাভি খুশি কাভি গাম’ ছবির সঙ্গে তুলনা করছেন করণ জোহর। তাঁর কথায়, ‘মোঘল সাম্রাজ্যের কাহিনী নিয়ে আমি ভীষণ উৎসাহী। অনেকদিন ধরেই এই কাহিনীর দৃশ্যায়ন নিয়ে ভাবছিলাম। ২০০১ সালের সেই ‘কাভি খুশি কাভি গাম’ এর স্মৃতি চলে আসে। অনেক বিতর্ক থাকলেও, মোঘল আমলের ইতিহাসে যেসব উপাদান রয়েছে, তা সত্যি আমাকে অবেগপ্রবণ করে তোলে। কি নেই এই কাহিনীতে! ক্ষমতার দ্বন্দ্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা, সহিংসতা সবই রীতিমত গবেষণার বিষয়।’

ছবিতে মোঘলসম্রাট শাহজাহানের দুই পুত্র দারা সুকো ও আওরঙ্গজেবের ক্ষমতার লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। শাহজাহানের বড় সন্তান দারা সুকো ছিলেন কবি স্বভাবের। শিল্পকলায় ছিল তাঁর অনুরাগ। অন্যদিকে ক্ষমতার লোভে বৃদ্ধ বাবা বা ভাইকেও ছেড়ে কথা বলতে রাজি ছিলেন না আওরঙ্গজেব। মোঘলদের এই স্বর্ণখচিত ইতিহাসই পর্দায় তুলে ধরা হবে বলে জানান বলিউডের সিংহাসনে অধিষ্ঠিত পরিচালক করণ জোহর।

কিন্তু তারকাদের কে থাকছেন কোন চরিত্রে? করণ আরও জানান, ছবিতে অনিল কাপুর থাকবেন শাহজাহানের ভূমিকায়। এই প্রথম করণ জোহরের ছবিতে দেখা যাবে অনিল কাপুরকে। রণবীর সিং এবং ভিকি কৌশল থাকবেন দারা সুকো এবং আওরঙ্গজেবের চরিত্রে। কারিনা কাপুরকে শাহজাহানের কন্যা জাহানারা বেগম এবং আলিয়া ভাটকে দারা সুকোর স্ত্রী বেগম নাদিরা বানুর ভূমিকায় দেখা যাবে। ভূমি পেডনেকরকে  স্ত্রী দিলরস বানু বেগম ও জাহ্নবী কাপুরকে দেখা যাবে এক দাসকন্যার চরিত্রে।

‘তখত’ মুক্তি পাবে ২০২০ সালে। আপাতত নিজের প্রযোজিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ নিয়ে কাজ করছেন করণ। ২০১৯ সালেই ছবিগুলো মুক্তি দেওয়ার কথা রয়েছে।