বছর শেষে প্রেমের গুঞ্জন
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
কলকাতা চলচ্চিত্রে ২০১৮ সালের শুরুটা হয়েছিল বিয়ের খবরে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বিয়ের আয়োজনে মুখর ছিল টলিপাড়া। বছরের একেবারে শেষের দিকে উঠেছে বেশ কয়েকজন তারকার প্রেম ভাঙা-গড়ার গুঞ্জন।
কিছুদিন আগে অভিনেত্রী রাইমা সেনের প্রেমের সম্পর্ক চিড় ধরার খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেলও করে দিয়েছেন মহানায়িকা সুচিত্রা সেনের এই নাতনী। এরপর শোনা যায় সৃজিত মুখার্জীর প্রেমের খবর। এই পরিচালক নাকি অভিনেত্রী তুহিনা দাসের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এবার আসলো পার্ণো মিত্র, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর প্রেমের খবর।
কলকাতার গণমাধ্যমের খবর অনুযায়ী, পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে প্রেমের পাট চুকিয়ে এখন এক ব্যবসায়ীর প্রেমে জড়িয়েছেন ‘বেডরুম’ খ্যাত অভিনেত্রী পার্ণো মিত্র। এই প্রেমের আবার ঘটকালি করছেন রাইমা সেন।
আরেক নায়িকা নুসরাত জাহান নাকি গোপনে দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছেন। যদিও তিনি যে এর আগে একটি বিয়ে করেছেন, এমন গুঞ্জন উঠলেও কখনো স্বীকার করেননি। শোনা যায়, চলতি বছরের শুরুর দিকে ভিক্টর ঘোষ নামক এক রেস্তোরাঁ ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেন নুসরাত। এবার সেই সম্পর্ক থেকে সরে গিয়ে এক বিখ্যাত ব্র্যান্ডের শাড়ি প্রস্তুতকারক কোম্পানির মালিকের সঙ্গে প্রেম করছেন এবং বিয়ের পরিকল্পনা করছেন। সম্প্রতি ওই ব্র্যান্ডের শাড়ির বিজ্ঞাপনের মডেল হিসেবে নুসরাতকে গোটা কলকাতাজুড়ে দেখা গেছে। মূলত সেখান থেকেই গুঞ্জন চরমে উঠে।
অন্যদিকে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে এক পরিচালকের প্রেমের গুঞ্জন উঠেছে। গোয়ার সমুদ্র সৈকতে ওই পরিচালকের সঙ্গে নাকি মিমিকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। তবে এসব নিয়ে বহু খবর প্রকাশিত হলেও, নায়িকাদের কেউই এখনো মুখ খোলেননি।
