আমিরের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফাতিমা
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
ছোট ছোট চরিত্র হলেও ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শক সমালোচকদের নজর কাড়ছেন বলিউড তারকা ফাতিমা সানা শেখ। সর্বশেষ তাঁর অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’ প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হলেও ফাতিমা ভেসেছেন প্রশংসায়। তবে তারকা বলে কথা। প্রশংসার পাশপাশি যে কিছু বিতর্ক থাকবে না তা কী করে হয়!
অনেকদিন ধরেই গুঞ্জন চলছে বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের সঙ্গে নাকি গোপন প্রেমের সম্পর্ক রয়েছে ফাতিমার। আমির নাকি ‘দঙ্গল’ ছবির পর থেকেই সানাকে চোখে চোখে রাখছেন। আমিরের সুদৃষ্টির কারণেই নাকি ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেয়েছেন সানা। এছাড়া মুম্বাইয়ের খার অঞ্চলে নিজের বাড়ির কাছে সানাকে ফ্ল্যাট ভাড়া করে দিয়েছেন আমির। যার ভাড়া আমিরই পরিশোধ করছেন। প্রায়ই তাঁরা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন। এসব নিয়ে আমিরের সঙ্গে আবার ঝামেলাও বেঁধেছে তাঁর স্ত্রী কিরন রাওয়ের। এমন বহু খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এতো কিছুর পরেও বিষয়টি নিয়ে কখনোই সানাকে কিছু বলতে শোনা যায়নি। কিন্তু এবার জানিয়েছেন এসব গুজব দিনের পর দিন মাত্রা ছাড়াচ্ছে। সম্প্রতি এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমার মাও আজকাল এরকম চটকদার খবর এনে আমাকে দেখায়। বিরক্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে। যারা এসব ছড়াচ্ছে তাঁদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, ‘তোমারা এসব কোথা থেকে পাও’ কিংবা যদি এটাই তোমাদের কাজ হয়, তাহলে এসব অভ্যাস দ্রুত পরিবর্তন করে মানুষের দলে আসো।’’
আমিরের পাশপাশি ভারতীয় রেডিও জকি অপরশক্তি খুরানার সঙ্গেও সানার প্রেমের গুঞ্জন উঠে। দঙ্গল খ্যাত এই অভিনেত্রী আরও জানান, আমির খান ও অপরশক্তি তাঁর চোখে খুব স্পেশাল। দু’জনকেই তিনি শ্রদ্ধার দৃষ্টিতে দেখেন। এসব গুজবকে তিনি পাত্তা দিতে চান না।
