শনিবার   ০১ নভেম্বর ২০২৫   কার্তিক ১৭ ১৪৩২   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

উবারের নতুন সেবা চালু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৯ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

পূর্ব ঘোষণা অনুযায়ী হেলিকপ্টার সার্ভিস চালু করেছে রাইড শেয়ারিং সেবা প্রতিষ্ঠান উবার। যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করে উবার।

এই সেবাটি আপাতত জন এফ কেনেডি এয়ারপোর্ট এবং মিডটাউন ম্যানহ্যাটনের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে উবারের প্লাটিনাম এবং ডায়ামন্ড গ্রাহকরা এই সেবা নিতে পারবেন। মাত্র ২০০ থেকে ২৫০ মার্কিন ডলার খরচ করে এই রাইড নেয়া যাবে।

উবারের এই উড়োজাহাজ সেবার নাম দেয়া হয়েছে ‌‘উবার কপ্টার’। পাঁচটি সিট রয়েছে হেলিকপ্টারটিতে। এই সেবা নেয়া একজন যাত্রী একটি হাত ব্যাগ ও একটি ল্যাপটপ বহন করতে পারবেন।