মাঠে হঠাৎ স্বল্পবসনা নারী, খেলা বন্ধ কয়েক মুহূর্ত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

২০১৪ ফুটবল বিশ্বকাপ ফাইনাল, ২০১৮ ফুটবল বিশ্বকাপ, ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর এবার ক্রিকেট বিশ্বকাপেও একই ঘটনা। খেলা চলার সময় মাঠে ঢুকে পড়লেন এক লাস্যময়ী নারী। যার জেরে কয়েক মুহূর্তের জন্য বন্ধ রাখতে হল খেলা। সেসময় ১ উইকেটের বিনিময়ে ৪৫ রানে খেলছিল নিউজিল্যান্ড। হঠাত্ মাঠে ঢুকে পড়েন এক নারী। স্বল্পবসনা ওই নারীর পোশাকে লেখা ছিল বিখ্যাত ইউটিউব চ্যানেল ভিটালি আনসেন্সরড-এর নাম।
যদিও বাউন্ডারি লাইন পেরিয়ে মাঠে ঢোকার আগেই তাকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। কয়েক সেকেন্ড পরই নিরাপত্তারক্ষীদের তত্পরতায় তাকে মাঠ থেকে বের করে দেয়া হয়। এই মহিলার পরিচয় জানার পর অবশ্য তার এমন কর্মকাণ্ডে অবাক হচ্ছেন না নেটিজেনরা। কারণ এই প্রথম নয়, এর আগেও এই নারীর পরিবারের সদস্যরা এই একই ধরনের কাণ্ড ঘটিয়েছেন। ২০১৪ ফুটবল বিশ্বকাপের ফাইনালেও এই নারীর ছেলে ভিটালি দোরোভেতস্কি মাঠে ঢুকে পড়েছিলেন। কদিন আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে ঢুকে পড়েছিলেন দোরোভেতস্কির (এই নারীর ছেলের) বান্ধবী। যার জন্য তার জরিমানাও হয়। এবং সমস্তরকম স্টেডিয়ামে তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু, বারবার একই পরিবারের সদস্যরা মাঠে ঢুকছেন কেন? যে নারী আজ মাঠে ঢুকেছিলেন তার ছেলে ভিটালি দোরোভেতস্কি আসলে একজন বিখ্যত ইউটিউবার। তার ইউটিউব চ্যানেল ভিটালি আনসেন্সরড-এর সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লক্ষেরও বেশি। এই পরিবারের সদস্যরা বিভিন্ন মাঠে ঢুকে যান মূলত তাদের এই ইউটিউব চ্যানেলের প্রচারের জন্যই।