এ বছর যারা বিয়ে করলেন
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বছর পেরিয়ে আরেকটি নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে সর্বত্র। একইসঙ্গে ফেলে আসা বছরের হিসাব নিয়ে বসেছেন কেউ কেউ। চলতি বছরে বেশ কয়েকজন দেশি তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। নতুন বছরকে বরণ করে নেওয়ার আগে দেখে নেওয়া যাক ২০১৮ সালে কারা বিয়ে করেছেন।
-৪ জানুয়ারী বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেন। দীর্ঘ দশ বছর প্রেমের পর মনের মানুষের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি। তার বরের নাম শামীম আহমেদ স্টিভ। বেসরকারি প্রাইভেট এয়ারলাইনস এয়ার এরাবিয়াতে চাকরি করেন তিনি।
- ৪ ফেব্রুয়ারি বিয়ে করেন ইরেশ যাকের। পাত্রী অভিনেত্রী মিথিলার ছোট বোন মীম রশিদ। মিমের সঙ্গে ইরেশের প্রায় ১১ বছরের বন্ধুত্ব। একসময় তাদের বন্ধুত্বের সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়। মীম পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী। অমিতাভের সঙ্গে বিচ্ছেদের পরের বছরই ইরেশকে বিয়ে করেন।
-৯ ফেব্রুয়ারি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব বিয়ে করেন। কনের নাম জান্নাতুল ফেরদৌস জারা। দু’জনার প্রেম অনেক দিনের। জারা লেখাপড়া করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বিবিএ বিভাগে। সম্পর্কটা প্রেমের হলেও পারিবারিকভাবেই বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে।।
- ২৬ এপ্রিল দীর্ঘদিনের সম্পর্কের জেরে দুই পরিবারের সম্মতিতেই বেশ আয়োজন করে বিয়ের পিড়িতে বসছেন নাবিলা ও জোবাইদুল হক। নাবিলারা যখন জেদ্দায় থাকতেন, জোবাইদুলরাও সেখানে থাকত। একই স্কুলে পড়াশুনা করেছেন। তখন থেকে দুজনার প্রতি ভালো লাগা কাজ করেছে। দুজনারই জীবনের প্রথম প্রেম। ১৮ বছর আগে যাঁকে ভালো লেগেছিল, এত দিন পর তাঁকেই বিয়ে করলেন।
- ১৬ মে কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়ার বাগদান হয়। বাপ্পা নিজেই জানিয়েছিলেন সেই খবর। ২৩ জুন বৌ সাজিয়ে তানিয়াকে ঘরে তুলেন বাপ্পা মজুমদার। শুরু হল তাদের দ্বিতীয় সংসার জীবন। এর আগে বাপ্পা দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টানেন চাদনির সঙ্গে।
- ১৯ জুন ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে অভিনেতা ডিপজল কন্যা ওলিজার বিয়ে সম্পন্ন হয়।
- ২১ আগস্ট বিয়ে করেন চিত্রনায়ক আরেফ সৈয়দ। কনে সামিয়া আফরোজ। তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিষয়ে অনার্স চূড়ান্ত বর্ষে পড়ছেন। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে আলোচনায় আসেন আরেফ সৈয়দ। এরপর তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও চলচ্চিত্রে কাজ করেছেন।
- ১ নভেম্বর নব্বই দশক মাতানো টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও জিনাত হাকিমের মেয়ে নাযাহ’রে বিয়ে সম্পন্ন হয়েছে। নাযাহ’র বরের নাম নাফিজ ফুয়াদ শুভ। মোহাম্মদপুরে আজিজুল হাকিমের বাড়িতেই তার বিয়ের কাবিন হয়েছে।
- ১৬ নভেম্বর জনপ্রিয় উপস্থাপিকা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া তৃতীয়বারের মতো বিয়ে করলেন। পাত্র লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। উভয়ের পরিবারের সম্মতিতেই নাকি এ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
- ১৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অবন্তীর সঙ্গে নয় বছরের পরিচয় সিয়ামের। কিন্তু প্রেম করছেন সাত বছর ধরে। অবন্তি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়া শুরু করে তখন থেকেই প্রেমের শুরু। সিয়ামের বন্ধুর বোন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক শেষ করেছেন অবন্তী। এখন অনলাইন বিপণন প্রতিষ্ঠান ‘দারাজ’-এর সহকারী জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
- ১৮ ডিসেম্বর বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ছেলে হারুনুর রশীদ অপু, একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফারিয়া গ্রহণ করেন। এরপর ফেসবুকে কথা বলতে বলতে দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর ধরে দুজনের বন্ধুত্ব। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আংটিবদল হয়।
