শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

এবার বিশ্বকাপের সেরা ৫ ব্যাটসম্যান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৬ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

পর্দা নেমেছে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের। এ আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং এই তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

চলতি বিশ্বকাপে ১০টি দলে মোট ১৪৭ জন ক্রিকেটার ব্যাটিংয়ে নেমেছেন। কিন্তু সবাইকে ছাড়িয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
 
রোহিত শর্মা ৯ ম্যাচের ৯ ইনিংস ব্যাট করে ৮১.০০ গড়ে তিনি করেছেন ৬৪৮ রান। তার নামের পাশে আছে ৫ সেঞ্চুরি ও ১ ফিফটি। রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে ১০ ম্যাচের ১০ ইনিংসে ৭১.৮৮ গড়ে তিনি করেছেন রোহিতের চেয়ে এক রান কম।
 
রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। পুরো আসর জুড়েই ধারাবাহিকভাবে ভালো করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে এবারের বিশ্বকাপে ৮৬.৫৭ গড়ে তিনি করেছেন ৬০৬ রান। সঙ্গে রয়েছে তার ১১টি উইকেট। শীর্ষ পাঁচে থাকা বাকি ব্যাটসম্যানদের চেয়ে গড়ের দিক থেকে সবার উপরে আছেন তিনি।
 
দ্বিতীয় সর্বোচ্চ গড় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, এবারের বিশ্বকাপে ৮২.৫৭ গড়ে রান করেছেন তিনি। ৫৭৮ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন কিউই অধিনায়ক। এছাড়া ৫৫৬ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।