শিরোপা জয়ের দিনে ম্যাচ সেরা স্টোকস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৯ এএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে স্বপ্নের ট্রফি ঘরে তুলল ইংলিশরা। শিরোপা জয়ের দিনে দুর্দান্ত খেলে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
লন্ডনের লর্ডস কেবল বিশ্বকাপ ইতিহাসের নয়; ওয়ানডে ইতিহাসেরও সেরা ম্যাচ উপহার দিয়েছে। আর ইতিহাসে স্থান করে নেয়া ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্টোকস।
শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে স্টোকস নিজের সামর্থ্যের সবটুকু দিয়েছেন দুই ভাগেই। মূল ম্যাচে বল হাতে ৩ ওভারে ২০ রান খরচ করে কোনো উইকেট পাননি। তবে নিউজিল্যান্ডের করা ২৪১ রানের জবাবে ইংল্যান্ডকেও ঠিক ২৪১ রানে পৌঁছে দিতে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টোকস।
পরে মূল ম্যাচ টাই হলে, খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে আবারও ব্যাট হাতে নামেন স্টোকস এবং বাটলারকে সঙ্গে নিয়ে ৬ বলে করেন ১৫ রান। যেখানে স্টোকসের অবদান ৩ বলে ৮ রান। পুরো ম্যাচজুড়ে এমন বীরোচিত পারফরম্যান্সের পর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় খুঁজে নিতে কোনো সমস্যাই হয়নি ধারাভাষ্য প্যানেলের।