মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘জিরো’র আদলে জিতের নতুন ছবি

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১০ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বলিউড সদ্য মুক্তি পাওয়া ছবি ‘জিরো’ সমালোচনার মুখে পড়লেও, এর গল্প অনেককেই অনুপ্রাণিত করবে। বিশেষ করে ছবির বেঁটে বাউয়া সিং চরিত্রে শাহরুখ এবং শারীরিক প্রতিবন্ধী আফিয়া ইউসুফজাই চরিত্রে আনুশকা শর্মার অভিনয় যেকোনো প্রতিবন্ধী মানুষকে সাহস জোগাবে। এরই মধ্যে ‘জিরো’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘বাচ্চা শ্বশুর’ নামে একটি ছবিও নির্মিত হচ্ছে কলকাতায়।

ইতিমধ্যে ‘বাচ্চা শ্বশুর’ ছবির পোস্টারও প্রকশিত হয়েছে। সদ্য শেষ হওয়া বড়দিন উপলক্ষে টুইটারে এই ছবির পোস্টার প্রকাশ করেন অভিনেতা জিৎ। সেখানে দেখা যায়, জিতের কাঁধের উপর চড়ে বসেছেন বামন চরিত্রের অভিনেতা চিরঞ্জিত। অ্যানিমেশন ও ফোটোশপের কারসাজিতে চিরঞ্জিতের উচ্চতা বেশ খানিকটা কমিয়ে দিয়ে হাস্যকর পোস্টারের রূপ দেওয়া হয়েছে।

পোস্টারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ছড়িয়ে যায়। ইন্টারনেটের বাসিন্দাদের অনেকেই বলছেন ছবিটি শাহরুখের ‘জিরো’ ছবি থেকে অনুপ্রাণিত। তবে এই কথা জিৎও স্বীকার করে নিয়েছেন যে, এই ছবির পরিচালক পাভেল হয়তো ‘জিরো’ থেকেই অনুপ্রাণিত হয়েছেন।

কমেডি ধাঁচের ‘বাচ্চা শ্বশুর’ ছবিতে জিতের শ্বশুরের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিতকে। আর জিতের স্ত্রীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তবে ছবির শুটিং এবং মুক্তির তারিখ বিষয়ে কিছু জানা যায়নি।