বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

এরশাদের মৃত্যুতে বিদিশার আবেগঘন স্ট্যাটাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে তিনি এই স্ট্যাটাস দেন।  

এই মুহূর্তে দেশের বাইরে অবস্থানরত বিদিশা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এ জন্মে আর দেখা হলো না।  আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে।  এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল।  আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়া তে যেখানে থাকবেনা কোনো রাজনীতি।’

একই সময়ে বিদিশা এরশাদ ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করেন। এতোদিন বিদিশার ফেসবুক প্রোফাইলে এরশাদ ও তাদের ছেলে এরিকের ছবি ছিল। সেই ছবি সরিয়ে বিদিশার শোকের কালো ব্যাজের ছবি দিয়েছেন।

এর আগে রোববার  পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ মারা যান।