উইম্বলডনের ‘নতুন রাণী’ হালেপ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৫ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

ফাইনালে সেরেনাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানী হলেন হালেপ।
আজ শনিবার ফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপ ৬-২, ৬-২ সরাসরি সেটে সেরেনাকে হারিয়ে অঘটনের জন্ম দেন। ফ্রেঞ্চ ওপেনের পর প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতে ইতিহাস গড়লেন রোমানিয়ান এই টেনিস তারকা।
হালেপের দাপটে মাত্র ৫৬ মিনিটে প্রথম দুই সেট সমান ব্যবধানে হারার পর তৃতীয় সেট খেলার দরকারই পরেনি। ফলে নিজের ২৪ তম গ্র্যান্ডস্লাম পাওয়া থেকে আবারো বঞ্চিত হলেন সেরেনা।
ছুঁতে পারলেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় মার্গারেট কোর্টের নেয়া ২৪ গ্র্যান্ডস্লামের রেকর্ড।
প্রথম বারের মতো উইম্বলডনের শিরোপা জেতার পর হালেপ বলেন, ‘এই ম্যাচের আগে আমার পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু আমি কোর্টে এসে নিজের সেরাটা দিয়েছি। এটা সত্যিই বিশেষ একটা মুহূর্ত, আমি কখনোই এই দিনটা ভুলব না। এটা আমার মায়ের স্বপ্ন ছিল। যখন আমার বয়স ১০ বা ১২ ছিল, তখন তিনি বলেছিলেন, আমাকে উইম্বলডনের ফাইনাল খেলতে হবে।’
হালেপকে যোগ্য কৃতিত্ব দিয়ে সেরেনা বলেন, ‘সে তার সীমার বাইরে থেকে খেলেছে। যখনই কোনো খেলোয়াড় এমনভাবে খেলে, তখন আপনাকে তার প্রতি টুপি খোলা সম্মান দিতে হয়।’