শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

হোম খেলা ফাইনালের টিকিট কালোবাজারিতে মেতেছে ভারতীয়রা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

ক্রিকেটের দ্বাদশ বিশ্বকাপ তো ভারতেরই! তাই তাদের ফাইনাল খেলতে হবে। দেশটির সমর্থকদের এই ধারণা খুব শক্তপোক্ত ভাবেই ছিলো। তাই তারা মোট টিকিটের ৫০ শতাংশেরও বেশি আগে থেকেই কিনে রাখে। 

তবে সেমিফাইনালে নিউজল্যান্ডের বিপক্ষে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে বিশ্ব ক্রিকেটের তিন মোড়লের এক ভারত। এই সুযোগে বিশ্বকাপের ফাইনালের টিকিট কালোবাজারিতে মেতেছে ভারতীয়রা! এতে টিকিট পেতে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সমর্থকদের মধ্যে রীতিমতো হাহাকার সৃষ্টি হয়েছে। 
 
আগামীকাল ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচের টিকিট কালোবাজারে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

ইএসপিএন জানায়, আইসিসির অনুমোদনহীন একটি টিকিট পুনর্বিক্রয়ের একটি সাইট 'স্টাবহাবে' ২৯৫ পাউন্ডের একটি টিকিটের দাম ১৬ হাজার ৫৮৪ পাউন্ড ধরা হয়েছে। বাংলাদেশি টাকায় এই মূল্য দাঁড়ায় প্রায় ১৭ লাখ টাকা।

এদিকে আইসিসি আগে থেকেই সতর্ক করে দিয়েছিল, অননুমোদিত সাইট থেকে পুনর্বিক্রিত টিকিট বাতিল করা হবে। এরপরও কালোবাজারে ফাইনালের টিকিট বিক্রি থামানো যাচ্ছে না।

উল্লেখ্য, টিকিট পুনর্বিক্রয়ের জন্য আইসিসির নির্দিষ্ট প্লাটফর্ম রয়েছে। এই প্লাটফর্মের বাইরে কোনো সাইট থেকে পুনর্বিক্রিত টিকিট বাতিল করে থাকে আইসিসি।

তবে ইএসপিএনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদনবিহীন বিভিন্ন সাইটে ফাইনালে লর্ডসের কম্পটন স্ট্যান্ডের একটি টিকিটের দাম ধরা হয়েছে ১৬ হাজার ৫৮৪ পাউন্ড, যা মূল দামের ৫০ গুণ বেশি। অন্যদিকে অন্যান্য প্যাকেজগুলি ৩ থেকে ৪ হাজার পাউন্ডে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে আইসিসির নিয়ম মানা হচ্ছে না।

এ প্রসঙ্গে আইসিসির বিশ্বকাপ ক্রিকেট ক্যাম্পেইনের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলোয়ার্দি বলেন, অনেক কিছু চিন্তা করে, অনেকগুলো বিষয় বিবেচনা করে বিশ্বকাপের টিকিটের দাম নির্ধারণ এবং বণ্টন করা হয়েছে। যাতে সত্যিকারের ক্রিকেটপ্রেমীরাই বিশ্বকাপের গ্যালারি মাতাতে পারেন। 

এটা খুবই হতাশাজনক যে অননুমোদিত বিভিন্ন সাইটে বহুগুণ বেশি দামে ফাইনালের টিকিট বিক্রি হচ্ছে। তবে ইংল্যান্ডের সংবিধানে এ বিষয়ক আইনে সীমাবদ্ধতা থাকায় আমরা তেমন কিছু করতে পারছি না। এটাই হতাশাব্যঞ্জক। 

 

 

এদিকে টিকিটের এই হাহাকারের সময় নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন। ফাইনালের টিকিট কিনে রাখা ভারতের সমর্থকদের প্রতি ন্যায্যমূল্যে টিকিট বিক্রির জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে নিশাম লিখেছেন, প্রিয় ভারতীয় ক্রিকেট ভক্তেরা, যদি আপনারা ফাইনালে আর আসতে না চান, দয়া করে আইসিসির নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের টিকিটগুলো বিক্রি করে দিন। আমি জানি বড় অঙ্কের লাভ করার লোভ আছে। কিন্তু দয়া করে কেবল ধনীদের নয়, প্রকৃত ক্রিকেট সমর্থকদের ফাইনাল দেখার সুযোগ করে দিন।