নেইমার-বার্সা গুঞ্জনে নতুন মোড়!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

নেইমার ফিরবেন বার্সায়, এ গুঞ্জন অনেকদিনের। তাকে পাওয়ার জন্য বারবার আগ্রহ প্রকশ করেছে বার্সেলোনা। পিএসজিও নেইমারকে বিক্রির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফলে নেইমারকে কিনতে দর-কষাকষিতে সুবিধাই হয়েছে বার্সেলোনার। এর মধ্যে আরেক খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম বিল্ড। নেইমারকে ট্রান্সফারের জন্য পিএসজি যে দাম হেঁকেছে, তা দেয়ার পাশাপাশি বার্সা নাকি নিজেদের ডেরা থেকে আরও তিন খেলোয়াড়ও হস্তান্তর করতে প্রস্তুত।
ফিলিপ কুতিনহো, ওসমান ডেমবেলে, নেলসন সেমেদো ও স্যামুয়েল উমতিতি—নিজেদের এ চার ফুটবলারকে পিএসজির জন্য ছাড়তে পারে বার্সা। তাদের যেকোনো তিন ফুটবলারকে টানতে পারে পিএসজি। এ ছাড়া নেইমারের ট্রান্সফার ফিও পরিশোধ করবে বার্সা। সম্ভাব্য সে অঙ্কটা ১৩০ মিলিয়ন ইউরো বলেই জানা গিয়েছে।
তবে চুক্তিটি এভাবে হলে পিএসজি কতটা লাভবান হবে তা চিন্তার বিষয়। কারণ, নেইমারের পারিশ্রমিকের চেয়ে বার্সার তিন ফুটবলারের সম্মিলিত পারিশ্রমিকের অঙ্ক আরো বেশি হবে। পিএসজি বর্তমানে নেইমারকে প্রায় ৩৪ মিলিয়ন ইউরো পারিশ্রমিক হিসেবে দিয়ে থাকে।
পিএসজির স্পোর্টিং পরিচালক লিওনার্দো এর আগে বলেছিলেন, উপযুক্ত দাম পেলে নেইমারকে বিক্রি করতে অসুবিধা নেই পিএসজির। এ নিয়ে বার্সার সঙ্গে নাকি তাদের প্রাথমিক কথাও হয়েছে। অবশ্য নেইমারকে কেনা নিয়ে বার্সার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই বলা হয়নি। তাই শেষ পর্যন্ত কি হবে তা নিশ্চিত করে বলতে পারছেনা কেউই।