বিএফএসএফ অ-১৪ একাডেমী কাপের ড্র অনুষ্ঠিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫২ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

বাংলাদেশ ফুটবল সাপোর্টার ফোয়ারমের আয়োজনে ও বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বিএফএসএফ(অনুর্ধ্ব-১৪) একাডেমীর কপের ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পল্টনের হোটেল খানা বাসমতিতে বিএফএসএফ এর সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন যুবায়ের এর পরিচালনায় দলগুলোর প্রতিনিধি সভায় ফোরামের নির্বাহী কমিটি, টুর্নামেন্ট কমিটি এবং অংশগ্রহনকারী দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১২ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দল সরাসরি সেমিফাইনালে খেলবে।
অংশগ্রহনকরী দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে টুর্ণামেন্টের ফরমেশন ও বাইলজও চূড়ান্ত হয়।
উপস্থিত প্রতিনিধিরা খেলোয়াড়দের বয়স সঠিকভাবে নিরুপনের জন্য টুর্নামেন্টের কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে একমত হন।
বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে দেশের ১২টি একডেমী দল নিয়ে প্রথমবারের মত অনুর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
গ্রুপ:ক- ফুটবল একাডেমী ফেনী, এম.কে গ্যালকটিকো ও ধলেশ্বরী ফুটবল একাডেমী।
গ্রুপ:খ- গোগনগর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্র, ভূঁইয়া ফুটবল একাডেমী ও এফ.সি খুলনা।
গ্রুপ:গ- ব্রাহ্মণবাড়ীয়া ফুটবল ইউনাইটেড একাডেমী , গেন্ডারিয়া সোনালী অতীত ফুটবল একাডেমী ও কেরানীগঞ্জ ফুটবল একাডেমী।
গ্রুপ:ঘ- আসাদুজ্জামান স্পোর্টস একাডেমী, শামস উল হুদা ফুটবল একাডেমী ও কুড়িগ্রাম ফুটবল একাডেমী।