সোমবার   ১৮ আগস্ট ২০২৫   ভাদ্র ২ ১৪৩২   ২৩ সফর ১৪৪৭

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হ্যারিকেন ব্যারি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ব্যারি। কর্মকর্তারা সম্ভাব্য প্রাণঘাতী বন্যা সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন। রোববার থেকে দেশটির লুইজিয়ানাতে ঘন্টায় ১১২ কিলোমিটার বেগে ব্যারি অগ্রসর হচ্ছে। তবে স্থলভাবে আসার পর থেকে এটি বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে পড়েছে। লুইজিয়ানায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

ঝড়টি সবচেয়ে শক্তিশালী রূপে নিউ অর্লিন্সের পশ্চিমে আঘাত হানতে পারে এবং আরও বৃহত্তর অঞ্চলকে প্রভাবিত করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা। 

হাজার হাজার মানুষকে বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং অন্যান্য বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

 

সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, প্রায় ১০০০০০ পরিবার ইতিমধ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।