রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

মানুষের বাগান-এ প্রসূন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

আলোচিত মডেল-অভিনেত্রী প্রসূন আজাদ। কিছুদিন আগে নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। নাম ‘মানুষের বাগান’। এটি নির্মাণ করেছেন নুরুল আলম আতিক। এই ছবির মধ্য দিয়ে প্রসূন দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফেরেন।

এর আগে, অনেকটা সময় শুটিং-এ কাটাতেন নায়িকা প্রসূন। এ ছাড়াও বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডায় মেতে থাকতেন তিনি। তবে এখন অনেকটা বদলে গেছেন তিনি। বর্তমানে তার অনেকটা সময় কাটে ঘরে। এর কারণ কী? 

প্রসূন বলেন, আমি এখন কাজ ছাড়া বাইরে বের হই না। অযথা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে কোনো লাভ নেই। একটা সময় অনেক কিছু করেছি। সেইগুলো হিতে বিপরীত হয়েছে। এখন কাজ আর নিজেকে নিয়ে থাকতে চাই।

‘মানুষের বাগান’ ছাড়াও তার হাতে ‘পদ্মাপুরাণ’ শিরোনামের আরো একটি ছবি আছে। এটির নির্মাতা রাশিদ পলাশ।

শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে প্রসূনের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়। পরবর্তীতে তিনি ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ শীর্ষক দুটি ছবিতে অভিনয় করেন।

এদিকে ছোট পর্দা থেকে এই অভিনেত্রী এখন দূরে আছেন। আসছে ঈদের কোনো নাটকে অভিনয় না করারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।