বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৪ মুহররম ১৪৪৭

‘নতুন পুরুষদের প্রতি শারীরিক আকর্ষণ ছিল প্রবল’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২১ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

বিভিন্ন সময় একাধিক মানুষকে ভালোবাসতেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে এখানেই শেষ নয়, তাদের প্রতি শারীরিক আকর্ষণও ছিল তার। আর এমন কথা নিজ মুখে স্বীকার করে আলোচনায় আসলেন রাধিকা।

সম্প্রতি নেহা ধুপিয়ার শো’তে অতিথি হয়ে গিয়েছিলেন রাধিকা। সেখানেই প্রেম নিয়ে তার অভিমত ব্যক্ত করেছেন নায়িকা। অনুষ্ঠানে নিজের বেস্ট ফ্রেন্ড ফরেভার হিসেবে আয়ুষ্মান খুরানার সঙ্গে গিয়েছিলেন রাধিকা। সেখানে একটি প্রশ্নের জবাবে রাধিকা জানান, জীবনে কত মানুষের সঙ্গে দেখা হয়েছে তার। শুধু তাই নয়, চেনা জানা অনেকের সঙ্গে সম্পর্কেও লিপ্ত হয়েছেন তিনি।

নায়িকা বলেন, নিত্যনতুন সম্পর্ক বেশ উপভোগ করতাম আমি। এমনকি নতুন কারো প্রতি শারীরিক আকর্ষণও ছিল প্রবল। সবমিলিয়ে একাধিক মানুষকে ভালোবাসতে ভালোবাসেন রাধিকা।

 

এবার নেহার শোতে এমন ধারালো মন্তব্য যেন কাল হয়েছে রাধিকার। অনুষ্ঠানটি প্রচার হওয়ার পর রীতিমত তোপের মুখে পড়ছেন নায়িকা। 

তবে বরাবরই সমালোচনা পাত্তা দেন না নায়িকা। আর তাই এবারো কিছু না বলে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় সময় পার করছেন ‘প্যাডম্যান’ খ্যাত এ অভিনেত্রী।