মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

মেলবোর্ন টেস্টের লাগাম ভারতের হাতে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৪৩ রান তুলে ডিক্লেয়ার করার পর দিনের শেষে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৮ রান করেছে। দুই অজি ওপেনার হ্যারিস (৫) ও অ্যারন ফিঞ্চ (৩) ক্রিজে অপরাজিত রয়েছেন। ৬ ওভার বল করে ভারতীয় বোলাররা এখনও উইকেট তুলতে পারেননি। 

সফরকারী দলের ব্যাটসম্যানদের মধ্যে রান পেয়েছেন কম বেশি সবাই। চেতেশ্বর পূজারা করেছেন সেঞ্চুরি। মায়াঙ্গ আগারওয়ালের পর হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা।

বৃহস্পতিবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন সকাল থেকেই ম্যাচের ঘুটি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের হাতে। সফরকারী দলের ব্যাটসম্যানদের মধ্যে রান পেয়েছেন কম বেশি সবাই। চেতেশ্বর পূজারা করেছেন সেঞ্চুরি। মায়াঙ্গ আগারওয়ালের পর হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। মিচেল স্টার্কের শিকার ২টি। একটি করে উইকেট পেয়েছেন জস হ্যাজলউড আর নাথান লিয়ন।