মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৯ এএম, ১৪ জুলাই ২০১৯ রোববার

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

শনিবার সকাল ১০টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত প্রযোজ্য বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

 

ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধস দেখা দিয়েছে। সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ভূমিধসে দুই পথচারী নিহত হয়েছেন।