ফাইনালে খেলবে ভেবে সব টিকিট কিনে নিয়েছিল ভারতীয়রা
স্পোর্টস ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১২ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

কী দোর্দন্ড প্রতাপ নিয়ে বিশ্বকপের আসরে খেলে যাচ্ছিল ভারত! এবার অনেকেই ধরে নিয়েছিল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে উপমহাদেশের এ দলটিই। কিন্ত বিধি বাম! সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ফাইনাল থেকে এক ম্যাচ দূরে থাকতে ছিটকে যেতে হয় বিরাট কোহলির দলকে। আর এদিকে ফাইনালের ৯০ ভাগ টিকিট আগেভাগেই কিনে রেখেছেন ভারতীয় সমর্থকেরা। আর অন্যদিকে টিকিট নিয়ে হা-হুতাশ করছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের দর্শকরা।
অবশ্য ভারতীয়দের দোষ দিয়ে লাভ কী! দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর সমর্থকরা ধরেই নিয়েছিল কোহলিরা ফাইনাল খেলবেই। আর এ ভাবনা থেকেই লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের ৯০ ভাগ টিকিটই আগাম কিনে রেখেছিল ভারতীয় দর্শকরা। কিন্তু ভাগ্যদেবীর ভাবনা ছিল ভিন্ন। কিউইদের কাছে হেরে সেমি থেকেই বিদায় নিতে হলো কোহলিদের।
ফাইনালের দুই দলের সমর্থকরা কিভাবে মাঠে গিয়ে খেলা দেখবে? আর দল বাদ পড়ায় ভারতীয় দর্শকরাই বা কি করবে ওই টিকিট দিয়ে? তারা কি গ্যালারীতে বসে দেখবে ভারতহীন ফাইনাল! নাকি টিকেট বিক্রি করে দেবে? এ প্রশ্নই এখন হয়ে উঠেছে সবথেকে গুরুত্বপূর্ণ। অবশ্য বিশ্বকাপের ফাইনাল গ্যালারিতে দেখার মজাই অন্যরকম। কিন্ত নিজের দল বাদ পড়ায় অনেক ভারতীয়ই হয়তো মাঠে আসার উৎসাহ পাবে না। সেক্ষেত্রে হাত-বদল হতে পারে টিকেট। তবে এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত-সমালোচিত হচ্ছে।