পার্লামেন্টারি বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশের এমপিরা।
লন্ডনের বেকেনহাম ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের এমপিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। প্রথম চার ওভারে আসে ১৩ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হেরে ১০৪ রান তুলতে সক্ষম হয় নাইমুর রহমান দুর্জয়ের দল।
জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ ওভার বাকি থাকতেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।
এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েই দুর্দান্ত সুচনা করেছিল বাংলাদেশের এমপিরা। সে ম্যাচে ১২ রানে তাদের হারিয়েছিল তারা। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে এ জয় নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের সংসদ সদস্যরা।
ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপে অংশ নেয়া সব দেশের সংসদ সদস্যরা ব্রিটিশ রানী থেরেসামের সঙ্গে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচটি মাঠে বসে উপভোগ করবেন।
বাংলাদেশ পার্লামেন্টারি ক্রিকেট দল:
নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), জুনায়েদ আহমেদ পলক, নাহিম রাজ্জাক, আনোয়ারুল আবেদিন খান, মো. সানোয়ার হোসেন, মো. আনোয়ারুল আজিম, নুরুন্নবি চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফাহমি গোলন্দাজ বাবেল, জুয়েল অরেঞ্জ, মো. শফিউল ইসলাম শিমুল, মাশরাফী বিন মোর্ত্তজা, শেখ তন্ময়, মো. আয়েন উদ্দিন, শামিম পাটোয়ারি, আহসান আবদেলুর রহমান, ছোট মনির।