শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

উইম্বলডনের ফাইনালে ফেদেরার প্রতিপক্ষ জকোভিচ

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০৫ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

উইম্বলডনের ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। সেমিফাইনালে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন রেকর্ড ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই কিংবদন্তি।

সেন্টার কোর্টে শুক্রবার সেমি-ফাইনালের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে ফেদেরার এবং নাদালের। প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ গেমে জেতেন এই সুইস তারকা। প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। দ্বিতীয় সেটা ১-৬ ব্যবধানে জয়লাভ করেন নাদাল।

শিরোপাজয়ের মিশনে ফাইনালে নোভাক জকোভিচের মুখোমুখি হবে ফেদেরার।