মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সংসদীয় বিশ্বকাপ ক্রিকেটে রানার্সআপ বাংলাদেশ

ক্রিয়া ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

ইংল্যান্ডে আয়োজিত ইন্টার-পার্লামেন্টারি বিশ্বকাপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সংসদীয় দল। ফাইনালে পাকিস্তান সংসদীয় দলের কাছে ৯ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে পলক-দুর্জয়েরা।

শুক্রবার লন্ডনের কেন্টে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ সংসদীয় দল। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান।  গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নিয়েছে চলমান ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশের আন্তঃসংসদীয় ক্রিকেট দল। দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অল স্টার একাদশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ডের সংসদ সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কোনো দল এতে অংশ নেয়নি।