মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৯ এএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধনমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু করেছেন এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে তার কোনো বিকল্প নেই।

শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর শহরের সুলতাননগরে ২৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

দেড় একর জমির ওপর নির্মিতব্য হাসপাতালের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবু আহমেদ মুর্তজা। বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, পদ্মাসেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঢাকার সভাপতি প্রফেসর এ. কে আজাদ খান, সাবেক সাংসদ শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির কার্যকরী সদস্য মহসিনুল হক।