বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সুগন্ধে বাড়বে স্মৃতিশক্তি!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

স্মৃতিশক্তি বাড়াতে অনেককিছুই করে থাকি আমরা। নিয়ন্ত্রিত জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক চর্চা— আরও কত কী! তবুও বয়স বাড়লে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। জানেন কি, স্মৃতিশক্তি কমে যাওয়ার এ সমস্যা দূর করতে পারে সুগন্ধ? 

সম্প্রতি এক গবেষণা থেকে জানা গেছে, সুগন্ধ শোঁকার মাধ্যমে স্মৃতিশক্তি হ্রাসের সমস্যা দূর করা সম্ভব। ইংল্যান্ডের নর্দাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি দল গবেষণার পর এ সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের গবেষণা ছিল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ শেষ করার দায়িত্ব সংক্রান্ত স্মৃতির বিষয়ে।

গবেষকরা সমীক্ষা চালিয়ে দেখেছেন, ল্যাভেন্ডার ও রোজমেরি তেলের ঘ্রাণ শুঁকলে বয়স্ক মানুষদের স্মৃতিশক্তি বেড়ে যায়। বয়স ৬৫’র বেশি এমন ১৫০ জন মানুষের ওপর পরীক্ষা চালান তারা। এতে দেখা যায় রোজমেরি আর ল্যাভেন্ডার তেলের সুগন্ধের প্রভাব তাদের স্মৃতিশক্তিতে ইতিবাচক ভূমিকা রাখছে। 

তবে এ জাতীয় সুগন্ধ স্মৃতির ওপর কতখানি স্থায়ী হবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিজ্ঞানীরা।