শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ধরে নেয়াই যায় চলতি বিশ্বকাপের সেরা দল এই চারটিই। লিগ পর্বে চার দলেরই দারুণ শুরু হয়েছিল। কিন্তু পরের দিকে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কঠিন হয়ে গিয়েছিল সেমিফাইনালের রাস্তাও। কিন্তু শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের মতকে সম্মান দিয়ে তিন বিশ্বকাপের দাবিদার ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। কেউ কেউ সেই তালিকায় রেখেছিল নিউজিল্যান্ডকেও। তারাও পৌঁছে গেছে সেমিফাইনালে শেষ মুহূর্তে। প্রথম সেমিফাইনালে আজ ম্যানচেস্টারে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। কিন্তু এই পুরো বিশ্বকাপে ভুগিয়ে এখন সেমিফাইনালের উপর প্রভাব বিস্তারের সম্ভাবনা দেখাচ্ছে বৃষ্টি। লিগ পর্বে একাধিক ম্যাচ ভেস্তে গেছে। তাতে কারো ক্ষতি হয়েছে তো কারো লাভ। যা নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে। লিগ পর্বে রিজার্ভ ডে রাখা না হলে সেমিফাইনাল, ফাইনালের রিজার্ভ রয়েছে।

আজ যদি বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যায় তা হলে বুধবার সেই ম্যাচ আবার করা যাবে। যে কারণে রাখা হয়েছে এই রিজার্ভ ডে। নক-আউট পর্বে এই রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

রিজার্ভ ডে-তেও যদি পরিস্থিতি না বদলায় এবং আবারো ম্যাচ ভেস্তে যায় তা হলে লিগ পর্বে সেই দুই দলের মধ্যে যার পয়েন্ট বেশি ছিল সে এমনই ফাইনালের যোগ্যতা অর্জন করে যাবে। এই নিয়মে এটা পরিষ্কার, যদি ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যায় তা হলে ফাইনালে পৌঁছে যাবে ভারত।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি হবে বার্মিংহ্যামের এজবাস্টনে। এই ম্যাচ ভেস্তে গেলে নিয়ম অনুযায়ী বেশি পয়েন্টে থাকা অস্ট্রেলিয়া চলে যাবে ফাইনালে। লিগ টেবলে ভারতের পরই ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। 

১৪ জুলাই বিশ্বকাপের ফাইনালেরও রয়েছে রিজার্ভ ডে। যদিও এই ম্যাচ ভেস্তে গেলে পয়েন্টে হিসেব কোনো থাকছে না। সেখানে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যদি ম্যাচ ড্র হয়ে যায়, তা হলে সুপার ওভারের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।