শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

ক্রিকেট বিশ্বকাপ শেষ করে টাইগাররা বাংলাদেশে ফিরছে। অবশ্য চলতি মাসেই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলতে হবে তাদের। এরই মধ্যে শ্রীলঙ্কা সফর সূচি চূড়ান্ত করা হয়েছে।

সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কর্তৃক প্রকাশিত সূচিতে জানা গেছে, সফরের উদ্দেশে আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। এক সপ্তাহেরও বেশি সময়ের এই সফরে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই।

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ২৩ জুলাই শ্রীলঙ্কা পৌঁছে পুরো জুলাই সেখানেই কাটাবে বাংলাদেশ দল। সফর শেষ করে ১ আগস্ট দেশের উদ্দেশে রওয়ানা হবেন ক্রিকেটাররা। সবগুলো ম্যাচই দিবারাত্রির, অর্থাৎ ২৬, ২৮ ও ৩১ জুলাই দুপুর থেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের।

এফটিপি অনুযায়ী বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল চলতি বছরের শেষদিকে। যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে বিশ্বকাপের পরপরই সফরের প্রস্তাব করে। বিপিএল আয়োজনের কথা মাথায় রেখে রাজি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও শ্রীলঙ্কার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে বেশ সময় নিয়েছে বিসিবি।