নতুন প্রেমে মজেছেন বুমরা?
স্পোর্টস ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪০ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপ খেলতে এ মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে রয়েছেন যশপ্রীত বুমরা। কিন্তু ক্রিকেটের বাইরে সম্পূর্ণ ভিন্ন কারণে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এ ফাস্ট বোলার।
বলা হচ্ছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে নতুন করে প্রেম করছেন বুমরা।
ভারতে ক্রিকেটার ও অভিনেত্রীদের প্রেমকাহিনী নতুন নয়। সে যুগের মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুর থেকে এ যুগের বিরাট-আনুশকা এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ।
তবে কি সে পথেই হাঁটতে চলেছেন বুমরা-অনুপমাও? এ গুঞ্জনের পালে জোর হাওয়া লেগেছে সম্প্রতি অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ টুইটারে বুমরাকে ফলো করার পর থেকে।
টুইটারে কাউকে ফলো করা মানেই কি প্রেম? এক সংবাদমাধ্যমকে এ প্রশ্নেরও জবাব দিয়েছেন অনুপমা। তিনি বলেন, বুমরা তার বন্ধু হলেও প্রেমের সম্পর্ক নেই।
তবে এর আগে তেলুগু অভিনেত্রী রাশি খান্নার সঙ্গেও বুমরার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। কিন্তু সে গুঞ্জন নাকচ করে দিয়েছিলেন ওই তেলুগু অভিনেত্রী।