শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

সেমিফাইনালিস্টদের নেপথ্য নায়ক যারা

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। দশ দলের মধ্যে লড়াই শেষে মোট ৪ দল উঠে সেমিফাইনালের মঞ্চে। এরমধ্যে লাইনআপও চূড়ান্ত হয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড আছে ফাইনালের দৌড়ে। এর মধ্যে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে ও অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

দলগুলো এ পর্যায়ে আসতে কম খড়গ পোহাতে হয়নি। কিন্তু দলগুলোর এতদূর আসার পেছনে কারা ছিল মূল ভূমিকায়? দলের মধ্যে কেউ ছিলেন নায়ক আবার কেউ হয়েছেন ভিলেন। ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এবার থাকছে নিজ দলকে এগিয়ে নেয়া সেই নায়কদের কথা। 

ভারতের আছে রোহিত-বুমরাহ
ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। এ দলেই আছেন বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যান। তাই তার দিকেই সবার চোখ ছিল বেশি। অথচ কি দারুণভাবে লাইমলাইট নিজের দিকে এনেছেন রোহিত শর্মা। ৮ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৬৪৭ রানে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন দা হিটম্যান।

বোলিংয়ে ভারতের সেরা ভরসা বুমরাহ। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আস্থার প্রতিদান খুব ভালোভাবেই দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার ওয়ার্নার-স্টার্ক
এক বছর আগে যখন বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হন, তখন অনেকেই শেষ দেখে ফেলেছিলেন ডেভিড ওয়ার্নারের। কিন্ত তিনি যে দমে যাবার পাত্র নন এটি প্রমাণ করতেই যেনো বেছে নিয়েছেন বিশ্বকাপের মঞ্চকে। ৯ ম্যাচে ৬৩৮ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হিসেবে আছেন ওয়ার্নার।

তবে স্টার্ক আছেন একদম শুরুতে। সেটি অবশ্য উইকেটশিকারীদের তালিকায়। ৯ ম্যাচে ২৬ উইকেট নিয়ে অজিদের বোলিং ডিপার্টমেন্টের নেতৃত্ব দিয়েছেন এই বামহাতি ফাস্ট বোলার। 

রুট আর্চারে ইংলিশ রাজত্ব
জো রুট একজন অসাধারণ ব্যাটসম্যান এ নিয়ে সন্দেহ ছিলোনা কখনোই। বিশ্বকাপেও যথারীতি আলো ছড়াচ্ছেন এই ইংলিশ উইলোবাজ। ৯ ম্যাচে ৫০০ রান করে ইংল্যান্ডের ব্যাটিংয়ের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে বোলিং বিভাগে নেতৃত্ব দেওয়া জোফরা আর্চারের গল্পটা একটু আলাদা।

বিশ্বকাপের আগে তার স্কোয়াডে থাকা নিয়েই ছিল ধোঁয়াশা। অথচ সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ভেঙ্গেছেন ইংল্যান্ডের হয়ে এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড। 

দুই ‘সন’ এর নিউজিল্যান্ড
বিশ্বকাপে নিউজিল্যান্ডের ব্যাটিং বোলিং দুই বিভাগে সেরা পারফর্মার দুই ‘সন’ কেন উইলিয়ামসন ও লকি ফার্গুসন। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। ৭ ম্যাচে ৪৮১ রান সেটিরই প্রমাণ দেয়।

আর ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়ে বিশ্বকাপে কিউইদের বোলিং বিভাগের লাইমলাইটে এসেছেন লকি ফার্গুসন। 

সেমিফাইনালিস্ট দলগুলোর সাফল্য পেতে হলে প্রতিপক্ষের এই অস্ত্রগুলোকে আটকানোর কোন বিকল্প নেই।